1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মেধা বিকাশে ইবি শিবিরের বিজ্ঞান উৎসবের সাফল্যপূর্ণ সমাপ্তি বীরগঞ্জে ভাঙ্গা কালভার্টের উপরে কাঠের তক্তা বসিয়ে পারাপার হচ্ছে পথচারী লালমনিরহাটে ৩ কোটি টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করলো “বর্ডার গার্ড বাংলাদেশ” চাঁদপুরে বাড়ির সামনের গর্তে ডুবে শিশুর প্রাণহানি কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে সংশয়, প্রার্থীদের যৌথবাহিনী চাহিদা হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা অস্থিতিশীল করার চেষ্টা শিক্ষক লাঞ্ছিত বরগুনায় ভাড়া বাসা থেকে রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধার রানীশংকৈল লেহেম্বা ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

রংপুরে জোর করে জমি দখলে নিয়ে পরিবারকে ভূমিহীন করার পাঁয়তারা

গোলাম আজম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলার মহিষমুড়ি (মুসল্লী পাড়া) গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই স্ত্রীর,বড় স্ত্রী মৃত্যু গোলেনুর বেগমের সন্তান যথাক্রমে, মোঃ দেলোয়ার হোসেন(৫৫),মোঃ আঙ্গুর হোসেন(৫২), মোছাঃ কোহিনুর বেগম(৪৮), মোছাঃ রেখা বেগম(৪৫), মোছাঃ রিনা বেগম(৪৩), মোছাঃ মিনা বেগম(৪০) ও মোছাঃ রাশেদা বেগম(৩৯) পরস্পর যোগ-সাজশে জোর করে মৃত্যু কফিল উদ্দিনের ২য় স্ত্রী(ছোট স্ত্রী) মোছাঃ জমিলা বেগম(৬০) ও তার সন্তান যথাক্রমে, মোছাঃ কল্পনা বেগম(৪০) মোঃ কামরুজ্জামান(৩৯), মোঃ জাহাঙ্গীর আলম(৩৮) মোছাঃ মাহাফুজা আক্তার বুলবুলি(৩০) ও একমাত্র নাতি,মোঃ সৈকত (১৬) কে ২০১২ সালে কফিল উদ্দিন তার মোট সম্পত্তি ৮৬৪ শতক থেকে ১ম স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। একই ভাবে,২য় স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। আরো ২৮৮ শতক জমি নিজের(কফিল উদ্দিন) নামে রেখে দেন। ভুক্তভোগী ২য় স্ত্রী জমিলা বেগম এই প্রতিবেদককে জানান,চলতি বছরে আমার স্বামী কফিল উদ্দিন মৃত্যু বরণ করলে, ১ম স্ত্রীর ছেলেমেয়েরা(দেলোয়ার গং)২য় স্ত্রীর সৎ মা ও ছেলেমেয়েদের উপর বিভিন্নভাবে অত্যাচার(পুকুরের মাছ মারা,জমির ধান কাটা,মারামারি)শুরু করে তাদের নামে থাকা সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,১ম স্ত্রীর ছেলেমেয়েদের নামে থাকা ২৮৮ শতক জমি নিজেদের নামে থাকা সত্ত্বেও তারা(দেলোয়ার গং)বাবার নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নিয়েছে।আবার সৎ মা ও সৎ ভাই বোনদের নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে। অত্র এলাকার স্থায়ী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন,দেলোয়ার ও আঙ্গুর মিয়ার ছেলেরা সেনাবাহিনী ও বিজিবির চাকুরী করেন,এই জোরে তারা জোরপূর্বক তাদের সৎ ভাই-বোনদের জমি দখল করে নিয়ে তাদেরকে ভুমিহীন করার চেষ্টা করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com