রংপুর শহরের সিটি মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে নির্মাণাধীন হাজিরহাট থেকে তারাগঞ্জ পর্যন্ত ১৭ কিঃ রোডে প্রায় ২৬ কোটি টাকার বরাদ্দের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রংপুর ৬৬ ডিভিশন ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ই বেংগলের দায়িত্ব পুর্ন এলাকা তারাগঞ্জ ক্যাম্প হতে বিশেষ টহল দল লে: নাজমুলের নেতৃত্বে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার কাজে অসজ্ঞতি মনে হলে তিনি উক্ত টহল থামিয়ে কাজের পেপারস সহ অন্যান্য কাজের তদন্ত করে অনিয়ম দুর্নীতির ও লুটপাটের প্রমাণ করতে সক্ষম হয়। এ সময় লেঃ নাজমুল বলেন,রংপুর শহরের হাজিরহাট থেকে তারাগঞ্জ পর্যন্ত রাস্তাটিতে কয়েক কোটি টাকার অনিয়ম দুর্নীতি ও লুটপাটের প্রমাণ পাওয়া গেছে ।
এ বিষয়ে তিনি আরোও বলেন প্রায় ১ কিমি রাস্তা পুনারায় নির্ধারিত ওজনে পাথর দিয়ে পুনরায় কাজ করার সিদ্ধান্ত দেন।
এছাড়াও তিনি কোম্পানী ও এলজিইডির সকল সংস্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন পরবর্তিতে এমন দুর্নিতি প্রমানিত হলে সেনাবাহিনী আরো কঠোর আচরণ করতে বাধ্য হবে। সেনাবাহিনীর এমন কাজে স্থানীয় সাধারণ মানুষ অনেক খুশি এবং আনন্দ প্রকাশ করেছে।