গত ৯জুলাই লালমনিরহাট সদরে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের প্রতিবাদে, লালমনিরহাট সদর উপজেলার, পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ মাঝাপাড়া মোড়ে সড়কে বালু ফেলে কৃত্রিমভাবে দুর্ঘটনার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে—এ দাবি তুলে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা।
১১ জুলাই (শুক্রবার) দুপুরের পর থেকে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্য সচিব হামিদুর রহমান। তিনি বলেন, “রিমি হত্যার সুষ্ঠু বিচার এবং আহতদের চিকিৎসা ও দায়ীদের গ্রেফতার না করা হলে ৭২ ঘণ্টার মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বেলা ৪টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।