বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রংপুর বিভাগের আটটি জেলার ৩৩টি সংসদীয় আসনে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গত ৪ঠা জুলাই রংপুর মহানগর ও জেলা শাখার উদ্দোগে আয়োজিত জনসভায় প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাও আঃ হালিম।
এসময় তিনি সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে ঘোষিত এই তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ রাজনীতিকরা রয়েছেন, তেমনি সুযোগ পেয়েছেন তরুণ, মেধাবী এবং কর্মঠ নেতারাও।
রংপুর বিভাগে জামায়াতের ৩৩ প্রার্থী তালিকা-
রংপুর জেলা:
রংপুর ১ – অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর ২ – এটিএম আজহারুল ইসলাম
রংপুর ৩ – অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর ৪ – মাওঃ উপাধ্যক্ষ এটিএম আজম খাঁন
রংপুর ৫ – অধ্যাপক গোলাম রাব্বানী
রংপুর ৬ – অধ্যাপক মাওঃ নূরুল আমিন
কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম ১ – অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম ২ – অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম ৩ – ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম ৪ – মোস্তাফিজুর রহমান মোস্তাক
গাইবান্ধা জেলা:
গাইবান্ধা ১ – অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা 2 – আব্দুল করীম
গাইবান্ধা ৩ – অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা ৪ – ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা ৫ – মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস
পঞ্চগড় জেলা:
পঞ্চগড় ১ – আব্দুল আওয়াল
পঞ্চগড় ২ – মো. আনোয়ারুল ইসলাম
দিনাজপুর জেলা:
দিনাজপুর ১ – মতিউর রহমান
দিনাজপুর ২ – অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর ৩ – অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর ৪ – আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর ৫ – আনোয়ার হোসেন
দিনাজপুর ৬ – আনোয়ারুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও ১ – দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও ২ – আব্দুল হাকিম
ঠাকুরগাঁও ৩ – মিজানুর রহমান
নীলফামারী জেলা:
নীলফামারী ১ – অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী ২ – মাওলানা মো. আমিনুল ইসলাম
নীলফামারী ৩ – ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী ৪ – হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম
লালমনিরহাট জেলা:
লালমনিরহাট ১ – আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট ২ – অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট ৩ – হারুনূর রশিদ