গত ০২.০৮.২০২৫ তরিখে সকাল ১১ ঘটিকায় পাটগ্রাম উপজেলায় রংপূর বিভাগ কে প্রদেশ ঘোষণার দাবিতে লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও রংপূর প্রদেশ বাস্তবায়ন পরিষদের যুগ্ম সম্পাদক তবিবূর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি রংপূর প্রদেশ বাস্তবায়ন পরিষদ সভাপতি আমিন উদ্দিন বিএসসি বক্তব্যে বলেন, রংপূর প্রদেশ ঘোষণা সহ দেশে ৯টি প্রদেশ করতে হবে। প্রাদেশিক সরকার, প্রাদেশিক পার্লামেন্ট, ফেডারেল সরকার, বিভিন্ন শ্রেণী-পেশার জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বে পার্লামেন্টের উচ্চকক্ষ ও দুই কক্ষ পার্লামেন্ট গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এক ব্যক্তির দুই ভোট পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলে বাজেটের ৬৫% ভাগ টাকা ব্যয় হয় ঢাকা কেন্দ্রিক, ২০% ব্যয় বন্দরনগরী চট্টগ্রামে এবং বাকি ১৫% সারাদেশে। এই সামাজিক, আঞ্চলিক অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যনীতি দূরিকরণে কেন্দ্রীয়ভূত শাসন ব্যবস্থা থেকে প্রাদেশিক ব্যবস্থা আনা এবং শ্রেণী-পেশার জনগণের প্রতিনিধিত্বে পার্লামেন্টে উচ্চ কক্ষ গঠন অত্যন্ত জরুরী। আরও বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ ফজলে রাব্বী প্রধান, নুরুল হক, হারুনুর রশিদ, শামীম হোসেন প্রমুখ।