সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এর অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।এতে করে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এর প্রেক্ষিতে আজ সকাল ৮ টায় সিরাজগঞ্জ ৬ আসনের জামায়াত ইসলামী এমপি প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বন্ধন অনুষ্ঠিত হয় হয়। এতে সিরাজগঞ্জ ৬ আসনের জামায়েত ইসলাম এমপি প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান স্যার বলেন দ্রুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এর স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করা এবং ডিপিপিতে অনুমোদনসহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান অন্যথায় কাল বিলম্ব হলে, কঠোর আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থী ও শাহজাদপুরবাসীর প্রাণের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আদায় করতে কঠোর আন্দোলন করা হবে।