গত১৮.১১.২০২৪ ইং তারিখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত অস্থায়ী একাডেমিক ভবন-3 এর গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় আট বছর হতে চলেছে । দীর্ঘ আট বছর পরেও স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়িত হয়নি। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন করার জন্য এ মানববন্ধন করা হয়।শিক্ষার্থীরা পূর্বে অনেক বার স্থায়ী ক্যাম্পাসের জন্য বিশ্ববিদ্যালয় কর্ত ৃপক্ষকে বলেছিল। কিন্তু দীর্ঘ আট বছর যাবৎ আয়াওমী ফ্যাসিবাদীরা নিজেদের নিয়ণ্ত্রণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আওয়ামী পুনবাস হিসেবে স্থাপন করেছিল এবং নিয়োগ বাণিজ্য ও লুট ঘুসের সাম্রাজ্য বানিয়েছিল। তার জন্য এখনও স্থায়ী ক্যাম্পাসের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানা যায়।সাধারণ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে নিয়োজিত নতুন ভিসির কাছে স্মারকলিপি প্রদান করবে বলে জানা যায়।