চিলমারীর ঐতিহাসিক রমনা রেলওয়ে স্টেশনে শত বছরের পুরনো একটি বিশাল গাছ হঠাৎ করে আগুনে জ্বলে ওঠে। এলাকাবাসীর চোখে দেখা যায়, গাছের কাণ্ডের ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে, যেন কোনো অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটেছে।
প্রথমে স্থানীয় লোকজন নিজেরা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ চেষ্টার পরও তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি।
স্থানীয় বাসিন্দা মো. রহিম উদ্দিন বলেন,
“আমার জীবনে এমন আগুন দেখি নাই। গাছের ভিতরে আগুন কীভাবে লাগল, কেউ বুঝতে পারছে না। মনে হচ্ছে গাছের ভেতরেই কোথাও আগুন ছড়াইছে।”
চিলমারী ফায়ার সার্ভিস ইনচার্জ জানান,
“গাছটির ভেতরে সম্ভবত শুকনো পাতার স্তূপ বা পুরনো কাঠে কোনোভাবে আগুনের স্ফুলিঙ্গ ঢুকে গেছে। তবে এমন ঘটনা অত্যন্ত বিরল। আমরা চেষ্টা করছি সম্পূর্ণ আগুন নেভাতে।”
এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শতবর্ষী ঐতিহ্যবাহী গাছটির রক্ষা নিয়ে চিন্তিত রেলস্টেশনের কর্মকর্তাসহ পরিবেশপ্রেমীরা।
এখন পর্যন্ত কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ, বন বিভাগ এবং দমকল বাহিনী একত্রে তদন্ত শুরু করেছে।