1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত নেত্রকোনায় পাচারের সময় ভিজিএফের চাল জব্দ সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন নাগেশ্বরীতে ভুয়া সাংবাদিক গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুরআনের শাসন ব্যতীত জনগনের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়- এড. আব্দুল আওয়াল জামালপুরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ কাঠালিয়ায় প্রেসক্লাবের আয়োজনে অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ পটুয়াখালী ২২ গ্রামের ২৫ হাজার মানুষ করছেন ঈদুল ফিতর আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য-সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডস ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিবন্ধীদেরকে ঈদ সামগ্রী প্রদান

রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ সেনা সদস্য নিহত

মোঃ নূরূল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে
উত্তপ্ত পরিস্থিতিতে মিয়ানমারের রামসী শহরে জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনাকে হত্যা করেছে দেশটির সশস্ত্র  বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ।  তিন দিনে এসব সদস্য নিহত হয়েছেন বলে তারা দাবি করেন। থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছেন, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) রামরিতে নতুন করে সেনা পাঠায় জান্তা সরকার, সেদিন চারটি সামরিক হেলিকপ্টারে করে মোট ১২০ সেনা সদস্য রামরিতে আসেন। আর আরাকান আর্মি দাবি করেছে। দুই দিনের এইসব সৈন্যের তিনভাগের  দুই ভাগ নিহত হয়েছে বলেও বলছে। শনিবার রামরিতে আসা সেনাদের প্রায় ৬০ জন তাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন।  এসব সেনাদের মরদেহ উদ্ধার করার সময় তারা বিপুল অস্ত্র গুলাবারদ্ধ ও জব্দ করেছে। পরে সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) রামরি দ্বিপ থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তাবাহিনীর আরো ২০ সেনা নিহত হন, তাদের কাছ থেকেও গোলাবারদ্ব ও খাদ্য সামগ্রী জব্দ করা হয় ।
মূলত রামসি শহরে জান্তাবাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি। শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মির হামলা করার পর এ লড়াই শুরু হয়। আরাকান আর্মি বলেছে এর পর থেকে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জ্বল,  স্থল ও আকাশ পথে বোমা হামলা চালাচ্ছে জান্তাবাহিনী। জান্তার হামলায় শহরটিতে বাড়িঘর ধংস হয়েছে,  এ ছাড়া শহরের একটি হাসপাতাল ও বিপণিবিতান  ক্ষতিগ্রস্ত হয়েছে  । এ দিকে রাখাইনের পনাজিউন, মংডু ও বুথিডং শহরের নিয়ন্ত্রণ নিতে জান্তাবাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি তারা বলছে। রাখাইন একের পর এক এলাকা ও সেনাচৌকি নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা বাহিনী  এখন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
অন্যদিকে আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুন মিয়াত নাইং রাখাইনে পরাজয় স্বীকার করতে মিয়ানমারের জান্তা প্রধান মিন আং হ্ল্যাইং  ও তার অনুগত জেনারেলদের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে নিরস্ত্র সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করার আহ্বান ও জানান তিনি। এক্সে করা এক পোস্টে তুন মিয়াত নাইং  লিখেছেন। আপনাদের সামরিক দক্ষতা ও কঠোর পরিশ্রমকে আমি সম্মান জানাই,  তবে নিশ্চিতভাবে এই যুদ্ধে দিয়ে পরাজিত হবেন।ভালোই ভালোই পরাজয় মেনে নেওয়াটাই হবে আপনাদের জন্য সর্বোত্তম উপায।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com