1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান মিজানকে নিয়ে বিতর্কে উত্তাল বাউশিয়া ইউনিয়ন মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হুমকির মুখে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর (অবঃ) আবদুল মান্নান বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

রাঙামাটির লংগদুতে অবৈধ কাঠ উদ্ধার অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি)”র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকায় পাকুয়াছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হাসান পিএসসির নির্দেশনায় হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। পরিচালিত অভিযানে বিজিবি উক্ত স্থানে পরিত্যাক্ত অবস্থায় চার শত (৪০০) সিএফটি সেগুন কাঠ উদ্ধার করেন। বিজিবির সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ২২টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১৮৩১.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেন। যার বাজার মূল্য ৩২,৮০,৫১৫/- (বত্রিশ লক্ষ আশি হাজার পাঁচশত পনেরো) টাকা। এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের অধিনায়ক জানান, এভাবে বন থেকে অবৈধ কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো এই কার্যক্রম জোরদার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com