রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে মহাখালীর সাততলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে দু’পক্ষের অন্তত ১০ জন শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, মূলত মহাখালী সাততলা বস্তির ইলিয়াস গ্রুপ আর রুবেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটলেও পরে স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতারাও দু’পক্ষের হয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইলিয়াস বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেলের অনুসারী। রুবেল বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা সাদমান নিহাল অরিনের অনুসারী।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, রুবেল গ্রুপের নাঈম (৩২), পনির (৩৭) মোঃ মিজান ওরফে অটো শামীম (৩৮)। ইলিয়াস গ্রুপের মোঃ সোহাগ (৩৫)।
আহত মোঃ মিজান ওরফে অটো শামীম মহাখালী ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (আইপিএইচ) স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও মহাখালী সাততলা বস্তির অবৈধ গ্যাস সংযোগের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা ইলিয়াস গ্রুপ আর রুবেল গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ইলিয়াস গ্রুপের লোকেরা ছুরি, চাপাতি, রামদা নিয়ে রুবেল গ্রুপের লোকেদের উপর হামলা চালায়। দু’গ্রুপের বিরোধ বহু পুরোনো।
বনানী থানাধীন মহাখালী সাততলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সিদ্দিকুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।