গাইবান্ধার ঘাঘোয়া ইউনিয়নের আলোচিত কনটেন্ট নির্মাতা ও নাট্যকর্মী রঞ্জু মিয়া রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি লাইভে এসে তিনি এই ঘোষণা দেন এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
লাইভে রঞ্জু মিয়া বলেন, “আমি আর রাজনীতি করব না। আমি একজন শিল্পী, একজন নাট্যকর্মী। আমি মানুষকে আনন্দ দিতে চাই। রাজনীতি আমার জায়গা না।”
তিনি আরও বলেন, “আমার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি অনুতপ্ত। যদি আমার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা আমাকে ক্ষমা করবেন।”
রঞ্জু মিয়ার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। কেউ তার সাহসিকতাকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ হঠাৎ এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, রঞ্জু মিয়া গানের ভিডিও ও নাটকীয় কনটেন্ট তৈরি করে ফেসবুক ও ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি তিনি ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
তিনি জানান, এখন থেকে পুরোপুরি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে চান এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়ানোর লক্ষ্যেই নিজের নতুন যাত্রা শুরু করবেন।
রঞ্জু মিয়া দেশবাসীর কাছে আইনগত ও সামাজিকভাবে ক্ষমা পাওয়ার আবেদন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।