বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া এবং জয়পুরহাটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সম্মানে গণ অধিকার পরিষদ জয়পুরহাট জেলার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে জয়পুরহাট শহরের গণ অধিকার পরিষদ নিজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো:আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করবো, কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়। ফ্যাসিবাদ মুক্ত জয়পুরহাটে সকলে মিলেই আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর জেলা গঠনে কাজ করতে চাই। আমরা স্বৈরাচার কে এ দেশ থেকে বিতাড়িত করেছি। স্বৈরাচারের মতো আর কেউ যেন এই দেশটাকে ধ্বংস করতে না পারে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. আমিনুল ইসলাম মাসুদ যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি,সিনিয়র সহ-সভাপতি মো:শাহিন,সাধারণ সম্পাদক মো রুহুল আমিন, সংগঠনিক সম্পাদক মো রায়হান কবির,
অর্থ সম্পাদক মাহবুব আলম,ছাত্র অধিকার পরিষদ সভাপতি সোহেল রানা, জয়পুরহাট সদর উপজেলা গণ অধিকার পরিষদ আহবায়ক মো:হয়রত আলী, সদস্য সচিব মো : আব্দুর রউফ,কালাই উপজেলা গণ অধিকার পরিষদ এর আহবায়ক মো তফিকুল ইসলাম সরদার, আমদই ইউনিয়ন গণ অধিকার পরিষদ আহবায়ক মো বিপ্লব হোসেন,জয়পুরহাট সদর যুব অধিকার পরিষদ এর সভাপতি মো:মুস্তাকিম রহমান, সাধারণ সম্পাদক মো রুবেল হোসেন, পাঁচবিবি উপজেলার যুব অধিকার পরিষদ এর সভাপতি মো :সুলতান আহমেদ, সহ-সভাপতি মো ইলিয়াস হোসেন,সংগঠনিক সম্পাদক মো রবিউল ইসলাম,কালাই উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মো আন্তাজ মন্ডল, সাধারণ সম্পাদক মো নাজিম উদ্দিন,দপ্তর সম্পাদক মো সুমন মন্ডল, প্রচার সম্পাদক মো জালাল উদ্দীন ফকির ও গণ,যুব,ছাত্র অধিকার পরিষদ বিভিন্ন স্তর এর নেতা ও কর্মীবৃন্দু।আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।