চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আবেদন বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও চাকরিতে পুনর্বহালের জন্য মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যরা।বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা আতাউর হোক বলেন, বিগত কয়েক বছর জেল খাটার পর চাকরিচ্যুত হয়ে পরিবার নিয়ে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়েছে। আমার ছেলের নৌ বাহিনীতে হওয়া চাকরি আওয়ামী সরকার দেয় নাই। এম ছোট ডিপ করেছিলাম। সেটার আজ পর্যন্ত কারেন্টের লাইন দেয় নাই ।আমি এর ডিপের জন্য ২লক্ষ টাকা খরচ করেছি, ব্যাংক থেকে থাকা লোন নিয়েছি আজো তার শোধ দিতে পারিনি। প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ আমাদের ভাইদের মুক্তি ও আমাদের সকলের একটা গতি যেন করে দেন।২০০৯ সালে যে ঘটনা ঘটেছে যেখানে আমাদের বিডিআরদের মিথ্যা মামলা দিয়ে জেলে ও ফাঁসি দিচ্ছে তা থেকে মুক্তি দিতে হবে ও দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিয়ার সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নাই বলে জানান সাবেক বিডিআর সদস্য মো গোলাম সারোয়ার।এক বিডিআর সদস্যের স্ত্রী বলেন পরিবার ও সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছে। স্বামীর এমন কষ্ট মেনে নিতে পারছি না । আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই বলে বক্তব্য দেন জান্নাতুল জিসা।সত্য মানববন্ধনে শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবাররা উপস্থিত ছিলেন।