রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং শালিকা যুথি খাতুন (১৪)। এ ঘটনায় আবু হানিফের স্ত্রী ফাতেমা খাতুন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালী ও স্ত্রীকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথি মারা যান। আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানেই তিনি মারা যান।ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।