রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪ এর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরএমপির পুলিশ কমিশনার। আজ ২৬ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাঁদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করার কথা বলেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন করার কথাও বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও তাদের মনোযোগী হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে হবে। এবার মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ০৬ জন এবং এসএসসি পরীক্ষার্থী ১০ জন।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।