1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনার আমতলীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা মির্জাপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রায় দুই যুগ পর পুণরায় আত্মপ্রকাশ ঘটেছে ভবানীগঞ্জের একতা যুব সংঘ ক্লাব ভোলার ভেদুরিয়ায় ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা মেলান্দহে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যশোরের শংকরপুরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরীকে আটক করেছে যৌথ বাহিনী রাজশাহীতে গলাকাটালাশ উদ্ধার করেছে পুলিশ নীলফামারীতে গণঅধিকার পরিষদের কমিটি গঠন রাবির ‘গোল্ড বাংলাদেশ’র নতুন সভাপতি শতাব্দী, সম্পাদক সুমিত ১৭ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ছিলো না- অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগাছা ধ্বংস করতে গাছপালা পোড়াচ্ছে কারা?

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গাছের পাতা পুড়ানোর ফলে বড় কয়েকটি গাছের কাণ্ড পুড়ে গেছে। শুধু তাই নয়, কিছু ছোট গাছ পুড়ে ছাই হয়ে গেছে। রাজশাহীতে চলমান তীব্র তাপপ্রবাহে এসব গাছপালা কারা পুড়াচ্ছেন সে বিষয়ে অবগত নন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে গাছের পাতা ও ছোট ছোট কিছু গাছ পুড়িয়ে ফেলা  হয়। আগুন দিয়ে এসব ছোট গাছ পুড়ানোর ফলে বেশ কয়েকটি গাছের কাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু গাছের পাতা সবুজ থেকে ধূসর বর্ণের হয়ে গেছে।
২৮ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের পেছনে গাছের পাতা ও আগাছা পুড়ানোর কারণে কয়েকটি বড় গাছের ওপর এর প্রভাব পড়েছে।
তীব্র গরমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেখানে উত্তপ্ত, সেখানে এভাবে আগুন দিয়ে গাছের লতাপাতা পুড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে শিক্ষার্থীরা  এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল কাদির লিখেছেন,
“আমার হলের পাশে এতো গরম; আর সবুজ ঘাস গুলো ছুরি দিয়ে কাটলে কি হয়। আগুন দিচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে আর মাটিস্থ জীবপ্রজাতি মারা যাচ্ছে। এতে ইকোসিস্টেম ধ্বংস হচ্ছে; পরিবেশ হুমকির মুখে পড়ছে ; এটা বাদ দিলাম এই যে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছে কার্বন ডাই-অক্সাইড বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে; আর বড় গাছগুলিরও ক্ষতি হচ্ছে।”
তবে এসব কাজ কারা করছেন সে বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সঙ্গে।গার্ড-সুপারভাইজার ও নিরাপত্তা প্রহরীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, পরিবহন, শেখ রাসেল মডেল স্কুল, প্রধান চারটি গেটসহ আটটি গেট, পূর্ব ও পশ্চিম আবাসিক এলাকাসমূহসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধান করা এই শাখার দায়িত্ব।
স্টুয়ার্ড শাখার প্রধান মো. সোহরাব হোসেনকে গাছপালা পুড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “স্টুয়ার্ড শাখা থেকে গাছের পাতা পুড়িয়ে ফেলার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পাতা পুড়ানোর ফলে বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে—বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের লোকবল পর্যাপ্ত নেই; তবুও স্টুয়ার্ড শাখা থেকে ক্যাম্পাসে মনিটরিং বাড়ানো হবে।”
মো. সোহরাব হোসেন এ কথা জানালেও, ক্যাম্পাসের একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখা এবং আবাসিক হলের কর্মচারীদের কেউ কেউ এসব কাজে লিপ্ত হচ্ছেন।
এদিকে, রাজশাহীতে চলমান হিটওয়েভের মধ্যেও গাছের পাতা পুড়ানোর এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাবরিনা নাজ। অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, “ভয়াবহ এই গরমে কারা এসব পুড়াচ্ছে? কোথাও যদি পাতা ঝরে থাকে তাহলে তো সেটা সেখানকার মাটির আদ্রতা রক্ষার জন্য ভূমিকা রাখবে। এই মুহূর্তে আগুন দিয়ে পাতা পুড়ানোর মতো বিলাসিতা কেন করা হচ্ছে আমারতো স্বাভাবিক বুদ্ধিতে মাথায় আসছে না।”
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, “ঘটনাগুলো আমাদের নজরে এসেছে; এভাবে গাছের পাতা বা আবর্জনা পুড়ানোর ফলে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com