নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা গত জুলাই-আগস্টের সরকার বিরোধী গণআন্দোলনে অংশ নেওয়া শহীদ, আহত ও সক্রিয় সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা ও লাল সালাম জানিয়েছেন।
শনিবার (২০ জুলাই) রাতে রাজাপুর উপজেলার নৈকাঠী বিএনপির কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধাঞ্জলি জানান।
তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য দেশের মানুষ যে সাহসী ভূমিকা রেখেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সক্রিয় আন্দোলনকারীদের প্রতি জানাচ্ছি রক্তিম লাল সালাম।”
সেলিম রেজা জানান, এই আন্দোলনে শুধু দেশের জনগণই নয়, প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “আমরা নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি, অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির লক্ষ্যে রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছি, সবই ছিল স্বৈরাচার পতনের অংশ।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সার্বিক দায়িত্ব দিয়েছেন।
সেলিম রেজা বলেন, “এই গণজাগরণে যারা অংশ নিয়েছেন, দেশের ভিতরে কিংবা বাইরে, সবাই হচ্ছেন গণতন্ত্রের যোদ্ধা। বর্ষপূর্তি উপলক্ষে আমি সকল সংগ্রামী ভাই-বোনকে জানাই বিনম্র শ্রদ্ধা, লাল সালাম ও শুভেচ্ছা।”