ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনটি সার ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল পৌর শহরের পলাশ মার্কেটের মেসার্স সিহাব ট্রেডার্সের মালিক জামাল উদ্দিনকে ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেকমরদ বাজারের মেসার্স আখি ট্রেডার্সের মালিক আইনুল হককে ২ হাজার টাকা এছাড়াও রাতোর ইউনিয়নের প্রয়াগপুর বাজারের লাকি ট্রেডার্সের মালিক শেখ ফরিদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুর রহমান জানান, বর্তমানে কৃষকদের মাঝে সারের চাহিদা থাকায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সারসংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন । কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ও কীটনাশক ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি চলছে। চলতি জুলাই মাসে এ পর্যন্ত উপজেলায় মোট সাতটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজন ব্যবসায়ীকে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।