ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ মহাদেব বসাক এর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দূর্ণীতি , প্রশাসনিক স্বেচ্ছাচার, এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পাওয়া গেছে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভাইস প্রিন্সিপাল নিয়োগে অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা চালাছে, বিএনপি নাম ধারি কিছু ব্যক্তি ও মহাদেব বসাক এর কিছু চামচা। ব্যক্তিস্বার্থে বিএনপি এর সুবিধাবাদী চক্রকে ব্যবহার করে নোতুন কলেজ কমিটি গঠনের পাঁয়তারা এবং জালিয়াতির একটি কমিটি গঠন করেছেন। ভারতীয় শহর শিলিগুড়িতে চারতলা ভবন নির্মাণ এবং হুন্ডির মাধ্যমে অর্থপাচার করছে দিনের পর দিন ধরে। ভারতে অবৈধভাবে নাগরিকত্ব গ্রহণ ও আধার/রেশন কার্ড সংগ্রহ করেছে ইতিমধ্যে। নিষিদ্ধ সংগঠন ইসকনের সক্রিয় সদস্য ও অর্থদাতা হিসেবে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে। যেকোনো সময় দেশত্যাগের প্রস্তুতি নিয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এখানে উল্লেখ্য, মহাদেব বসাক বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু কিছু সুবিধাবাদী বিএনপি নেতা-কর্মী তাকে রক্ষার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা বিএনপি দলের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। গণ অধিকার পরিষদ তথ্য অনুযায়ী বিএনপির নাম ব্যবহার করে কোনো দুর্নীতিবাজকে রক্ষা করার অপচেষ্টা আমি বেঁচে থাকতে সফল হতে দিবে না এই দলটি। দলটি প্রশাসনের কাছে জোর অনুরোধ জানা চ্ছে যে, যাতে মহাদেব বসাক যেন কোনো ভাবে দেশত্যাগ করতে না পারেণ এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হউক। গণ অধিকার পরিষদ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই অনিয়মের বিচার দাবিতে সোচ্চার আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশ্যা ব্যক্ত করেণ।