চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী ও ট্রাকের মালিকরা। ফসলি জমি থেকে মাটি কেটে পার্শ্ববর্তী ইটভাটায় চড়া দামে বিক্রি হচ্ছে। একদিকে ফসলি জমির যেমন ক্ষতি হচ্ছে তেমনি করে মাটি ভর্তি গাড়ির মাটি পাকা রাস্তায় পড়ে রাস্তার পিচ নষ্ট হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। রাতের বেলায় আবাসিক এলাকায় সারা রাত ট্রাকের শব্দে অতিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ।উপজেলা প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের দমন করা না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে মনে করেন এলাকাবাসী। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী এলাকাবাসীর।