1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনপুর উপজেলার সরকারি কর্মকর্তা দের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরো নওগাঁর সাপাহারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নি সংযোগ জামিন পেলেন সাবেক এমপি দবিরুল পাইকগাছায় যুবকের মৃত্যু! মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষ জাকের পার্টি সব সময়ই মানুষের কল্যাণ ও বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের চিন্তা ও কাজ করে আগামী নির্বাচন নিয়ে এখনো নিশ্চিত নয়- মির্জা ফখরুল নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন: আহমদ শফী আশরাফী ডেঙ্গুমুক্ত সমাজ গড়ার লক্ষে কালকিনিতে পরিস্কার পরিছন্নতা কর্মসূচী পালন আঞ্চলিক বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ

রাবিতে বহিষ্কৃত চিকিৎসক ড. রাজুকে পূনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে
যৌন হয়রানির দায়ে বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক ড. রাজু আহমেদের পূনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানান তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ঘুরে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্যাসিবাদের দোসর ক্যাম্পাসে কেন?’, ‘রাজুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘লুইচ্চা রাজুর দুই গালে জুতা মারও তালে তালে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ক্যাম্পাসে যৌন হয়রানি কেন?’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।মানববন্ধনে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সরোয়ার হোসেন বলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৩১তম সিন্ডিকেট সভায় বহিষ্কৃত ড. রাজুকে ক্যাম্পাসে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। নতুন প্রশাসন তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বরাদ্দ দেয়ায় তিনি আবার ক্যাম্পাসে প্রবেশাধিকার পেয়েছেন। একইসঙ্গে হাইকোর্টে রিট করে পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন। চিহ্নিত ফ্যাসিস্ট ও যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রাজুকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা সন্দিহান ও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাকী এনাম বলেন, ডা. রাজু আহমেদ আমাদের বিভাগের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি করেছে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু আমরা জেনেছি কিছু কুচক্রী মহল তাকে পূণর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি।মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, এর আগে গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক)। পরে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. রাজুকে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com