1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি সদস্য কবিরুল হক মুক্তিকে দেখতে আদালত চত্বরে অভাবনীয় কান্ড! পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় বিএনপির মত বিনিময় সভা পুঠিয়ায় দালাল সাংবাদিকদের দৌরাত্মে অসহায় সাধারণ জনগণ টাংগাইলের নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দখল ও গাছ কাটার অভিযোগ ‎গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন টাঙ্গাইলের ধনবাড়ীতে ইমামকে লাঞ্চিতের, অভিযোগে রাস্তা অবরোধ ত্রিমুখী সংঘর্ষে আহত নিলয়ের দৃষ্টিশক্তি ঝুঁকিতে, চিকিৎসকরা বলছেন ক্ষতিগ্রস্ত চোখে দেখার সম্ভাবনা মাত্র ১%

রাবির তিন ইউনিটে প্রথম মেধাতালিকায় ভর্তি কার্যক্রমের শেষ দিন আজ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের (‘এ’, ‘বি’ ও ‘সি’) প্রথম মেধাতালিকায় নাম আসা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ দিন আজ।
১৪ মে (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
এ ভর্তি কার্যক্রম চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , ‘এ’ ইউনিটের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবং পোষ্যকোটার প্রার্থীদেরকে বিষয় পছন্দক্রম এবং মেধাস্কোর-এর ভিত্তিতে তাদের রোল নম্বরের পাশে উল্লিখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো।
ভর্তি হতে যা যা করতে হবে:
ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্র-ছাত্রীকে অনলাইনে (http://admission.ru.ac.bd) ‘বি’ ইউনিটের জন্য সার্ভিস চার্জ বাদে ৫ হাজার ২০০ টাকা ও ‘সি’ ইউনিটের জন্য ৫ হাজার ৩২৪ টাকা জমা দিতে হবে। জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে।
ভর্তি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি http://admission.ru.ac.bd -এর online admission guideline অপশনে পাওয়া যাবে।
ভর্তির সময় (অফিস চলাকালীন) নিম্নের ডকুমেন্টসমূহ এ-ফোর সাইজ খামে (খামের ওপর ভর্তিচ্ছুর নাম, পিতার নাম, রোল নম্বর, মেধাক্রম, মোবাইল নম্বর এবং জমাকৃত ডকুমেন্টসমূহের তালিকা লিখে) অনুষদ অফিসে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত), এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মাকর্সশিট, এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের (৩ কপি) প্রিন্ট কপি লাগবে।
জমাকৃত কাগজপত্র এক বছর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে। সে কারণে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে নিজের কাছে রাখার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য , ভর্তি হওয়া ছাত্র/ছাত্রীদের মেধাস্কোর ও বিভাগ পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো ছাত্র/ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) আগামী ১৬ মে প্রকাশ করা হবে।
প্রথমবর্ষের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com