রামগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল আজ (৩১ জানুয়ারি ২০২৪ইং) বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ আনোয়ার হোসেন এ তফশিল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একেএম মঞ্জুরুল হক ফারুক, এস এম বাবুল বাবর ও রহমত উল্যাহ পাটোয়ারী।তফশিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এছাড়া ১ থেকে ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ৪ ফেব্রুয়ারি বাছাই, ৫ ফেব্রুয়ারি বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল ও একই দিন আপিল শুনানী, ৫ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও একই দিন মনোনয়ন পত্র প্রত্যাহার এবং প্রার্থীদের নির্বাচনী ক্রমিক বা প্রতীক বরাদ্ধ। ৬ ফেব্রুয়ারি প্রিজাইডিং অফিসার কর্তৃক আপিল নিষ্পত্তি না হলে আপিল নিষ্পত্তি বিষয়ে চুড়ান্ত কর্তৃপক্ষ হিসাবে বিবেচিত হবেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার । ভোট গ্রহণ ১০ ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।উল্লেখ্য রামগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা নিরসনে ২০২৩ ইং সনের ১৬ আগষ্ট রামগঞ্জ প্রেস ক্লাবের একটি ষান্মাষিক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মেয়াদ ফেব্রুয়ারি ২০২৪ই তারিখে শেষ হবে।