রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২৬) ১১ পদে ২৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে প্রিজাইডিং অফিসার ও রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এতে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ (ফারুক হোসেন), দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবু তাহের, দৈনিক বাংলার মুকুল প্রকাশক ও সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল ও দৈনিক মানবকণ্ঠ রামগঞ্জ প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীরসহ ৪জন, সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো ও নিউ নেশন পত্রিকার প্রতিনিধি মোঃ কাউছার হোসেন ও দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলামসহ ২জন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্র ও বর্তমান প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী ও দৈনিক আলোকিত প্রতিদিনের হালিম খাঁন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি কনক মজুমদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন ও দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি মোঃ নূরুন নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসাইন ও দৈনিক নতুন দিন প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাসানুজ্জামান ও দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদার ও নির্বাহী সদস্য পদে দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, দৈনিক বনিক বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজন ও দৈনিক সংবাদ সারাবাংলা প্রতিনিধি ছায়েদ হোসেন ইয়াছিনসহ ৫জন।
সম্পাদকীয় ১১ পদের বিপরীতে ২২জন, নির্বাহী সদস্য পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মঞ্জুরুল হক ফারুক, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা এস এম বাবুল বাবর ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ রামগঞ্জ প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারী।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি (২০২৪ইং) তারিখে রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৩৬জন সদস্য উক্ত নির্বাচনে গোপন ব্যালটে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।