বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে মিনি পাইপ লাইনর শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ আগস্ট) দুপুরে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা রাজনগর ইউনিয়নে মিনি পাইপ লাইন ও শিশুদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মিনি পাইপ লাইনর শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি পাইপ লাইন উদ্বোধন ও শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ কামরুল হাসান।
এই সময় তিনি বলেন -পূর্বে, নিরাপদ পানীয় এবং পরিষ্কার পানির অভাবের কারণে সম্প্রদায়টি প্রতিদিনের চ্যালেঞ্জের মুখোমুখি হত। এই মিনি পাইপলাইন স্থাপনের মাধ্যমে, পরিবারগুলি এখন পরিষ্কার পানি সহজে পাবে যা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি এবং সুস্থতা উন্নত করবে।
এই উদ্যোগটি স্বাস্থ্যকর, নিরাপদ সম্প্রদায় নিশ্চিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে – কারণ “জলই জীবন” এবং প্রতিটি ফোঁটা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজ তামান্না ফেরদৌসি।
প্রোগ্রাম পরিচালনা করেন জনাব লিটন মন্ডল সিনিয়র ম্যানেজার, রামপাল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন- সরকারী ভূমি মোঃ আফতাব আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,প্রতিষ্ঠানের সকল প্রোগ্রাম অফিসার্স এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চারটি ইউনিয়নে মিনি পাইপ লাইন স্থাপন এবং রাজনগর ইউনিয়নে শিশু শ্রম থেকে মুক্ত করে পড়াশোনা করার জন্য পরিবারের কাছে ৮০০০ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এসব নগদ অর্থ পেয়ে খুশি প্রকাশ করেছেন শিশু শ্রম থেকে মুক্ত হওয়া শিশুরা এবং পানির মিনি পাইপ লাইন পেয়ে এলাকাবাসী খুশি হন।