1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু,আহত-২ বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামি রকি গ্রেফতার তালতলীতে বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার,গুলিবিদ্ধ —১ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে মেয়র বিধবার জমি দখল করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, আদালতে মামলা রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ রাজধানীর শ্যামপুরে সৎ মাকে বিয়ে করলেন ছেলে নিজের বাবা-র প্রাণ বাচাতে পাইকগাছায় শিক্ষার্থীদের আন্দোলন প্রেক্ষিতে সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব কে দায়িত্ব অর্পণ চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান: মেয়র ডা. শাহাদাত

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ শাহজালাল গাজী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ছাত্রদল সোমবার(২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে লিফলেট বিতরণ শেষে রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও সহ-সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।আশিকুর রহমান আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হিল্লোল, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, সাবেক থানা ছাত্রদলের সভাপতি  মল্লিক জিয়াউল হক জিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহাজালাল গাজী,  সদর থানা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন,  ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মঈনুল ইসলাম মঈন, খাঁন জিল্লুর রহমান,  শেখ হাফিজ, আরিফ হাসান গজনবী, শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু তালেব,  শামীম, মোঃ ইকরামুল সরদার, বাদল, আশিকুজ্জামান, জুবায়ের, আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com