1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশী কে পুশ ইন ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের তারিখ পরিবর্তন চন্দনাইশে প্রত্যয়ের সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে উপসহকারী প্রকৌশলী হেলাল নিজেই ‘ঠিকাদার’ এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া শিবগঞ্জে ২টি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব

রামপালে চাকশ্রীবাজার জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মিছিল

বাকি বিল্লাহ শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়ন এবং বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়ন এর উদ্যেগে দাঁড়িপাল্লা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সময় রামপাল উপজেলা চাকশ্রীবাজারের এক গম্বুজ মসজিদ থেকে শুরু করে বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়নের কালিবাড়ি বাজার,খানপুর ঘুরে চাকশ্রীবাজার বটতলা গিয়ে শেষ হয়।উক্ত দাঁড়িপাল্লা মিছিলে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামি বাগেরহাট জেলা নায়েবে আমির,কেন্দ্রীয় শুরাও কর্মপরিষদে সদস্য এবং বাগেরহাট-৩(রামপাল+মোংলা) আসনের সংসদ সদস্য প্রার্থী -এ্যাড মাওলানা শেখ ওয়াদুদ।
আরো উপস্থিত ছিলেন, বাগেরহাটের যুব সমাজের আইকন,বার বার কারাবরণ কারী মজলুম জননেতা,জামায়াতে ইসলামি যুব বিভাগের বাগেরহাট জেলা-সভাপতি, বাগেরহাট-২(বাগেরহাট +কচুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী-শেখ মঞ্জরুল হক রাহাদ।
বাইনতলা এবং খানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মি গন চাকশ্রীবাজার একএি হয়ে,মিছিলে অংশ গ্রহণ করেন এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিল শেষে  পথ সভায় বক্তব্য প্রধান করেন,এ্যাড মাওলানা শেখ আব্দুল  ওয়াদুদ- তিনি বলেন,জামায়াতে ইসলামী আপনাদের কাছে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এসেছে,আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন
আরো বক্তব্য রাখছেন- শেখ মঞ্জুরুল হক রাহাদ, তিনি বলেন,জামায়াতে ইসলামি অতীতে যে সকল নিবার্চন অংশগ্রহণ করে ছিলো, সেই গুলো ছিলো  দাওয়াত কমসূচি মাএ অথবা পরিচিত হওয়ার জন্য।
কিন্তু এবার নিবার্চন অংশগ্রহণ হবে,রাষ্ট্র পরিচালনার জন্য, তিনি জনগণ উদ্দেশ্যে আর বলেন, আপনারা ভয় পাবেন না,আমরা আপনাদের পাশে আছি,আমরা একটি দূর্নীতিমুক্ত চাঁদামুক্ত রাষ্ট্র উপহার দিবো ইনশাআল্লাহ।
মিছিলে আর উপস্থিত ছিলেন,খানপুর ইউনিয়ন আমির-মাওলানা বাকি বিল্লাহ,বাইনতলা ইউনিয়ন সেক্রেটারি-মাষ্টার শেখ হুমায়ুন কবির,খানপুর ইউনিয়ন,সেক্রেটারি-মোল্লা কামরুল ইসলাম,খানপুর ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সভাপতি-মোল্লা আবু দাউদ,বাইনতলা ইউনিয়ন যুব বিভাগ,সভাপতি-গাজী আদম আলি,খানপুর ইউনিয়ন যুব বিভাগ,সভাপতি-মো: বাকি বিল্লাহ,বাইনতলা ইউনিয়ন জামায়াত সমাজকল্যান সম্পাদক :গাজী মাসুদ, যুব বিভাগের সহ সভাপতি ::গাজী আরাফাত,গোলাম মাওলা,গাজী রাসেল,রাজু,রনি,গাজী আকবর ,রাজু,শেখ ফরিদ,মারুফ বিল্লাহ,গাজী মাহফুজ,শেখ আকবর,রানা,সালমিন,সিরাজুল,মোস্তফা,
শহিদুলইসলাম ,নাঈম,সাহিদুল,আবুবকর,শাকিল,খানপুর ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি,তরফদার শহিদুল ইসলাম,ফরহাদ হাওলাদার, আনিচ মোল্লা,রবিউল,মিজান,আবদুল্লাহ, হাসান শেখ,ইনামুল সহ হাজার হাজার নেতাকর্মী।
মিছিল শেষ দক্ষিন খানপুর কালিবাড়ি বাজার জামায়াতে ইসলামী অফিসের সামনে দাঁড়িপাল্লা  উৎলায়ন করেন,এ্যাড মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও শেখ মঞ্জুরুল হক রাহাদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com