বাগেরহাট রামপালে ভাগা সুন্দরবন মহিলা কলেজের সামনে থেকে খুলনা – মোংলা মহাসড়ক পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রবিবার সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহর ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলেন, দলটিকে নিষিদ্ধ না করায় বারবার তারা হামলা চালানোর সাহস পাচ্ছে।গত কালকের ভিতরে আসামিদের গ্রেফতার করতে না পারলে ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হয়ে।সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, আদালত,সড়ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। মিছিলটি ভাগা বাজারে টায়েরে প্রতিবাদি আগুন ও স্লোগানে স্লোগানে শেষ হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, সংগঠন সাব্বির মীর, রামপাল উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ আলামিন শেখ এবং মাজিদুর রহমান জুয়েল সহ প্রমুখ।