কক্সবাজারের রামু রশিদ নগর ভারুয়াখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে– মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা শিশুসহ ৫জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদ নগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের আইডি কার্ডে পোকখালী ইউনিয়নের ঠিকানা পাওয়া গেছে। তবে বাকিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কর্যক্রম পরিচালনা করছে, এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।