সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় সংবাদ পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড আদায় করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলজোড়/করতোয়া নদীর ভূঁইয়াগাঁতী ব্রীজ সংলগ্ন এলাকায় তেলিজানা ও ভূঁইয়াগাঁতী এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, ব্রীজের নিচ থেকে বসতবাড়ির আঙিনায় অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৬ মাস ধরে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে অত্র এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।
বিষয়টি জানার পর ঘটনাস্থলে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন উপস্থিত হন এবং একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক পক্ষ হতে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন। এ সময় রায়গঞ্জ থানার পুলিশসহ প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড়/করতোয়া নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।