দেশব্যাপী সম্প্রতি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতা এবং নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাত ৯টায় রায়পুর উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রায়পুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতারা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ইসলামী আন্দোলনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হেলাল উদ্দিন।
সভাপতিত্ব করেন উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ আরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, “দেশে ধারাবাহিকভাবে ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের ওপর যে সন্ত্রাসী হামলা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা শান্তিপূর্ণভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।পরিশেষে তারা মোনাজাতের মাধ্যমে দেশ এবং মৃত সোহাগ সহ সকল শহীদদের জন্য দোয়া করেন ।