লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার ১৫ জুলাই ২০২৫ জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ কার্যক্রমকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে আজ এক বিশেষ ওয়েবসাইট ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের,কর্মশালায় অংশগ্রহণকারীদের ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে নিবন্ধন কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার সময় ও শ্রম বাঁচাবে। এতে জনগণ দ্রুত সেবা পাবে এবং প্রশাসনিক কাজও সহজ হবে।”
এসময় বক্তারা আরও বলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের পরিকল্পনায় প্রস্তুতকৃত ওয়েবসাইটটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান রায়পুর উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ তরান্বিত হবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন।