পোরশা উপজেলা মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষারর্থীদের বরণ করা হয়েছে।আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী পোরশা উপজেলা মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল এবং নবাগত শিক্ষারর্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃতাজামুল শাহ মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালের সভাপতি।অনুষ্ঠানের শুরুতে কোরআন শরিফ ও গীতা পাঠ এর পরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।তার পরে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার উপকরণ তুলে দেওয়া হয় এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এর পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নাজির উদ্দিন শাহ সাবেক ছাওড় ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান ইউপি চেয়ারম্যান ছাওড়, মোঃআব্দুর রহমান সাবেক প্রধান শিক্ষা মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়,আলহাজ্ব মোঃমোস্তাফিজুর রহমান সাবেক সভাপতি মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও বক্তব্য রাখেন মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা মোঃআল মামুন। তিনি বক্তব্যে বলেন আমাদের বিদ্যালয় শিক্ষার দিক দিয়ে যেমন এগিয়ে তেমন বিজ্ঞান চর্চাতেও এগিয়ে এবার বিজ্ঞান প্রযুক্তি মেলায় আমাদের বিদ্যালয় প্রথম হয়েছে,তিনি আরও বলেন গতবার তিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শুধু তাঁদের বিদ্যালয়ের সহযোগিতার জন্য।তিনি আরও বলেন এবার মোট ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২০ জন এবং মানবিক বিভাগের ৭২ জন শিক্ষার্থী এছাড়াও এবার নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে ৮২ জন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের বলেন তারা সুস্থ থাকুক এবং পরীক্ষায় ভালো ফলাফল করুক , তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এবং নবীন শিক্ষার্থীদের যেনে আমরা সুশিক্ষা দিতে পারি।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আহমেদ শাহ সদস্য, মর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,মর্শিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।বক্তব্যের শেষে পরীক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।