লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭০০ কেজি মাছ, ৪ টি নৌকা ও ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি মামলায় তাদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১০ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত মৎস্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়।