1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আগামী দিনে দেশ পরিচালনার দ্বায়িত্ব কাকে দেবে সিদ্ধান্ত নিবে জনগণ- কর্মীসভায় ডাঃ জাহিদ রানীসংকৈল পৌরসভায় ১নং ওয়ার্ডে গৃহবধুর আত্মহত্যা বকশীগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত জামায়াত এবং শিবিরের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ন্যাশনাল জব ফেস্ট ২০২৫: নিটারে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ লক্ষ্মীপুরে নিজের সম্পদ মনে করে অন্যের সম্পত্তি নামজারি ও জমা খারিজ করে অবৈধ দখল করেছে মুক্তিযুদ্ধার পরিবার পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা জীবন বাঁচাতে আকুতি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা আঃ ছাত্তার বটিয়াঘাটায় বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত শুক্রবার সেমিনার শনিবার তারুণ্যের সমাবেশ

লাখাইয়ে কোরবানি ঈদকে ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর প্রস্তুতিও তুঙ্গে। লাখাই উপজেলায় রেজিষ্ট্রেশনকৃত ৭৫ টি বাণিজ্যিক খামার রয়েছে।খামারিগণ পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন । গতকাল বুধবার উপজেলার পূর্ব সিংহ গ্রাম তৃষা এগ্রো ফার্ম, সুবিদ পুর গ্রামের আকাইদ মিয়ার ফার্মে গিয়ে পশু পরিচর্যার দৃশ্য লক্ষ্য করা গেছে। উপজেলা প্রাণিজ সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবছর কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৪৭৭৮টি, চাহিদা ৪ হাজার, যা চাহিদার চেয়ে ৭৭৮ টি বেশি। এসব পশুর মধ্যে গরু ৩৮৩৯টি, ছাগল ৬১৫, ভেড়া ৩১৪টি , মহিষ ১০টি। খামারিরা জানান, কয়দিন পরেই পুরোদমে শুরু হবে কোরবানির পশু কেনা-বেচা। তাই আগাম প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে, প্রতিদিন দুই বেলা প্রাকৃতিক খাদ্য যেমন- ভুট্টা, খৈল, ব্রান্ড, কাঁচা ঘাস, গমের ভুসি ও খড় খাওয়ানো হয়। প্রতিদিনই প্রতিনিয়ত পশুর থাকার জায়গা পরিষ্কার রাখা হয়। এ ছাড়া সার্বক্ষণিক ফ্যান চালিয়ে পরিবেশ ঠিক রাখা হয়। যে পরিমাণ দেশি গরু-ছাগল প্রস্তুত রয়েছে, তা দিয়েই এ উপজেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে। একই সঙ্গে চোরাই পথে যাতে বাহিরের পশু ঢুকতে না পারে সেদিকে নজর রাখার জোর দাবি জানান তারা। একতা এগ্রো ফার্মের মালিক ইব্রাহিম তালুকদার এ প্রতিবেদকে জানান, ২৪টি গরু প্রাকৃতিক ঘাসের মাধ্যমে লালন পালন করা হয়েছ। সকল গরু ১৫ লক্ষাধিক টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। সাকিব নামে এক গৃহস্থ বলেন, ২ টি ষার গরু বিক্রির জন্য প্রস্তুত করেছি। লাখাই গ্রামের এক খামারী বলেন, কোরবানির জন্য ৮/১০টি গরু বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে পশুখাদ্যের ,দাম বাড়তি খরচ হওয়ায় নায্যমূল্য পাবেন কি না এ নিয়ে চিন্তিত। গতবছরের তুলনায় এবার ধর দাম কম বলছে ক্রেতারা, এছাড়াও বেরী আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। লাখাই উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা সাইফুল বলেন, গরুকে নিষিদ্ধ কোনো রাসায়নিক ও হরমোন ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে, পশুর হাটে আমাদের মেডিকেল টিম থাকবে, জালনোট শনাক্তকরণের ব্যাবস্থাও করা হবে। এদিকে হাটের প্রস্তুতি নিচ্ছে ইজারাদারগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com