লাখাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ ২৯ (এপ্রিল) মঙ্গলবার তিনি লাখাই উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস অনুপ এর নিকট থেকে দায়িত্ববার গ্রহণ করেন। এসময় ওই কর্মকর্তাকে কে ফুল দিয়ে বরণ করে নেন লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই নবাগত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, পূর্বে তিনি বিয়ানিবাজার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।