লাখাই উপজেলায় ৭২ টি প্রাইমারি বিদ্যালয় স্কুলের প্রশ্ন সেট তৈরিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে যা দেখার কেউ নেই।তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৩ টি ক্লাশ্টারে প্রতিবছরে দুইবারে কয়েক হাজার প্রাইমারি প্রশ্ন সেট তৈরি হয়। যার প্রতি প্রশ্ন সেটের মূল্য প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক থেকে নেওয়া হয় ১০ টাকা করে।প্রকৃতপক্ষে বিশ্বস্ত সূত্রে প্রশ্ন চাপা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ মারফত জানায়, প্রতি সেট প্রশ্ন তৈরিতে প্রকৃত মূল্য ৬ টাক ৪০ পয়সা।এবং পরিবহন ও আনুষাঙ্গিক খরচসহ প্রতি প্রশ্ন সেটের মূল্য ৭ টাকা ৪০ পয়সা। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশ্ন প্রণয়ন কমিটি প্রতি সেট প্রশ্নের মূল্য নিচ্ছে ১০ টাকা করে।যার বিগত দিনে কোন হিসাব নেই। এবং প্রশ্ন প্রণয়ন কমিটিতে কিছু সহকারী শিক্ষক তাসের রাজ্য কায়েম করছে।এ ব্যাপারে ক্লাস্টারের দায়িত্ব থাকা প্রধান শিক্ষক স্বপ্না আক্তারের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন টাকা ভিবিন্ন ভাবে খরচ হয়ে যায়।অবশিষ্ট কোন টাকা তাকে না। সর্বশেষ হিসাব ও করা হয়।ক্লাস্টারের দায়িত্বে থাকা আরেক প্রধান শিক্ষক প্রানেশ দাসের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন মডারেশন প্রশ্তৈরিকারী শিক্ষক ও প্রশ্ন নির্ণয়কারী শিক্ষকদের একটা নির্দিষ্ট খরচ করা হয় এই টাকা থেকে।এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে,তিনি বলেন পূর্বে কি হয়েছে আমি জানিনা। আমি সদ্য এই উপজেলায় যোগদান করেছি।ভবিষ্যতে যাতে এমন না হয় সেই ব্যবস্থা নিব। এবং প্রশ্ন করতে যে প্রকৃত খরচ হয় স্কুল থেকে সেই টাকাই নেয়া হবে। এবং আগামী বছর উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বেই প্রশ্ন করা হবে বলে তিনি জানান।