লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের দক্ষিণ কোনার বন্ধ, সবুজ প্রকল্প টান বন্ধ কৃষি মাঠ, ও উত্তর বন্ধ কৃষি মাঠ সেচ প্রকল্প নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, বিগত ৩০ আগস্ট ভরপুর্নী বাজারে গ্রামবাসী ও কৃষকদের উপস্থিতিতে সেচ প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রামের সর্বসাধারণ। এ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন করে আগামী এক বছরের জন্য ইরি,বুরো ধান চাষের জন্য ভরপুর্ণী গ্রামের মুজাহির মিয়া গং এর কাছে সেচ প্রকল্পটি লিজ দেওয়া হয়। রেজুলেশনে গ্রামের প্রায় অধিকাংশ কৃষকের স্বাক্ষর রয়েছে। লিজ পাওয়ার পর মুজাহির মিয়াগং অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট যোগাযোগ করিলে, জানতে পারে যে ভরপুর্ণী গ্রামের আতিকুর রহমান গং সেচ প্রকল্পটি লিজ পাওয়ার জন্য উপজেলা অফিসে ১৩ অক্টোবর তারিখের লিখিত আবেদন করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে সরজমিনে তদন্ত করেন বিএডিসি হবিগঞ্জের সদর ইউনিটের কর্মরত মোঃ আহসানুল আলম। তদন্তের কাজ সম্পন্ন করিয়া আতিকুর রহমান গংদের নিয়ে প্রতিবেদন দেন।এ ব্যাপারে গ্রামের কারো সাথে কোন পরামর্শ করেনি আহসানুল আলম। এ নিয়ে এলাকায় উত্তেজনার ভাব দেখা যায়। যা নিয়ে এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে বলে নতুন করে সরজমিনে তদন্তের জন্য আবেদন করেন মুজাহির মিয়া গং। মুজাহের মিয়া গং এর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি নাহিদা সুলতানার নির্দেশে ১৯ নভেম্বর সরজমিনে তদন্তে আসেন বিএডিসির উপ-প্রকৌশলী এ এম রাকিবুল ইসলাম। তিনি জানান মুজাহির মিয়াগং এর আবেদনের প্রেক্ষিতে আমি সরজমিনে তদন্ত করতে এসেছি।সেখানে এসে গ্রামবাসী সবাইকে উপস্থিত পেয়েছি এবং তাদের সাথে পরামর্শ করেছি। উভয়পক্ষ হতে ৫ জন করে প্রতিনিধি আগামী দু দিনের মধ্যে আমার অফিসে যাওয়ার জন্য নির্দেশ করেছি। তিনি বলেন তাদের সাথে পরামর্শ এবং সেচ কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হব। যেহেতু মুজাহির মিয়া গং এর পক্ষে গ্রামবাসীর অধিকাংশ লোক, তাই চেষ্টা করবো পূর্বের মুজাহিরের পক্ষে গৃহিত সিদ্ধান্তের সাথে একমত পোষণ করতে।এবং তিনি জানান আগামী ৭ দিনের মধ্যেই সেচ প্রকল্পটি চালু করতে যথাসাধ্য চেষ্টা করব। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু জানান,আমার সভাপতিত্বে গ্রামবাসীকে নিয়ে একটি মিটিং এর মাধ্যমে সর্বসম্মতি ক্রমে মুজাহির মিয়া গং কে সেচ প্রকল্পটি লিজ দেওয়া হয়েছিল।এ ব্যাপারে শেষ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদা সুলতানা জানান,যিনি তদন্তে গিয়েছিলেন উনার প্রতিবেদনের প্রেক্ষিতে এবং কৃষকের মতামতের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিব।