1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আবারো বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল – পিকাপ সংঘর্ষে নিহত একজন চিকিৎসক সরিষাবাড়ীতে ধান- চাল সংগ্রহ উদ্বোধন মাদারীপুরের শিবচরে নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার নজরুল-পুরস্কার পেলেন কবি সাহিত্যিক সম্পাদক আব্দুল হাই শিকদার নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর নিদ্রা সমুদ্র সৈকত: অপার সম্ভাবনার এক নিসর্গ ভূমি এখন থেকে হাসাপাতালে ডাক্তারদের সাথে ঔষধ কোম্পানির প্রতিনিধি গণের একান্ত স্বাক্ষাত নিষেধ নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক ৩ দাকোপের অ্যাভেনগার্ড শিপইয়ার্ড ও বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন নেত্রকোনায় গার্মেন্টস কর্মী হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

লামায় ১০ জুয়াড়ি কে আটক করে জেল হাজতে প্রেরন

মোঃরাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় পুলিশ গভীর রাতে জুয়ার আসরে হানা দিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে। আটক করার পর থানায় নিয়ে আসে। পরের দিন  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ৭ দিন করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ১০০ শতটাক জরিমানায় ছাড় পেলেন একজন। পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউপিস্থ মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। খবর পেয়ে লামা থানার টহল রত পুলিশ অভিযান করে রাত ৩ ঘটিকায় ১০ জনকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জনকে ৭ দিন করে জেল দেওয়া হয় সাজাপ্রাপ্তরা হলো; ১. আব্দুল মালেক (৪০), পিতা- মৃত দানু মিয়া, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ২. মোঃ পায়েল হোসেন (২৮), পিতা- মৃত মোস্তফা, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৩.  মোঃ কায়েস (২৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৪. আব্দুল খালেক (৩০), পিতা- মৃত ইবনে আমিন, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৫.  মোঃ আইয়ুব (২৬), পিতা- শামছুল আলম, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৬.  শংকর বসাক (৪২), পিতা- মৃত ভুপাল বসাক, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৭.  মোঃ আলতাফ হোসেন (৩৮), পিতা- বেলায়েত হোসেন, সাং-কলিঙ্গাবিল  ৬নং ওয়ার্ড, ৮.  মোঃ আইয়ুব আলী (২৫), পিতা- আঃ মতিন, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৯. মোঃ ওসমান (২৪), পিতা- আক্তার হোসেন, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড। এছাড়া ১শ্ টাকা জরিমানায় ছাড়া পায় একই ঠিকানার বাসিন্দা ডালিম পাল (২৮), পিতা- মিলন পাল। লামা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানান, আইনি পক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৯ জনকে রোববার দুপুরে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com