নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই (সোমবার) ২০২৫ ইং বিকেল ৩টায় কালিদমচিলান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলার আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী (নাটোর-১) জনাব মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহ-সেক্রেটারি হাফেজ মাওলানা আফজাল হোসেন ও মোঃ মহসিন আলম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং কালিদমচিলান ইউনিয়নের আমীর মাওঃ রাহাবুল ইসলাম।
সমাবেশে বক্তারা মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আহ্বান জানান। তারা ইসলামী আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।