ফেনী শহরতলীর লালপোল মাইক সাহাব উদ্দিন হিসেবে সবাই চিনে।একসময় সিএনজি চালক শ্রমিক দলের সাথে জডিত হয়ে যান শ্রমিক নেতা।আগে কালিদহ ইউনিয়ন বি এন পির যুগ্ন সম্পাদক থাকলে ও এখন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করচেন।মাইক দোকানের পাশাপাশি ইট ও বালুর ব্যবসা ও করেন তিনি।সাহাব উদ্দিন কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়ার ওবাদুল হকের ছেলে। লালপোলে আওয়ামী লীগের আমলে, শহআলমের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকলে ও ৫ আগস্টের পর এখন অসীম ক্ষমতাবান হয়ে উঠেন সাহাব উদ্দিন। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পরপরই বেপরোয়া হয়ে পড়েন।তার কর্মকান্ডে অতিষ্ঠ এখানকার মানুষ।কখনো ষ্ট্যান্ড দখল,সিএনজি চালকদের কাছ থেকে শ্রমিক কার্ডের নামে চাঁদাবাজি আবার কখনো লালপোলের ক্ষদ্রব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়,মাদক ব্যাবসা ইত্যাদি এমন কিছু নাই যা সাহাব উদ্দিনে করেন না।হামলা ও মারধোরের ভয়ে কেউ কথা বলতে ভয় পান দোকানদাররা।সামান্য কিছু হলেই মারধোর করে।নাম প্রকাশে অনচছুক এক দোকানদার দেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধিকে বলেন শুনেছি সাহাব উদ্দিন না কি বিএনপি,শ্রমিকদল,যুবদল করে।ভাই আমি এর বেশী কিছু বলতে পারবোনা।আর এক দোকানদার বলেন লালপোলের সকল দোকানদার এখন সাহাব উদ্দিনে অত্যাচারে অতিষ্ঠ। এ ব্যাপারে এক হোটেল মালিক ও সেলুন দোকানদার এর সাথে কথা বলতে চাইলে সাহাব উদ্দিনের ভয়ে কিছু বলতে রাজি নয়,শুধু এতটুকু বলেছেন সাহাব উদ্দিন জানলে আমরা এখানে আর ব্যাবসা করতে পারবোনা।লালপোলের ব্যাবসাীরা সাহাব উদ্দিন এর হাতে রক্ষা পেতে চায়।