শনিবার (২৪ মে) বিকাল ৪ ঘটিকার দিকে লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে,পুলিশের মোটর সাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটে। নিহত নিলিমা রানী স্থানীয় সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলিমা রানী নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন। এ সময় চামটাবাজার থেকে একজন সহকর্মীকে সঙ্গে নিয়ে কনস্টেবল আশিক কালীগঞ্জ থানায় ফিরছিলেন। খালিসা গ্রামে পৌঁছালে নিলিমা রানীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিলিমা রানী রাস্তায় পড়ে গিয়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এসময় কনস্টেবল আশিক সহ দুজনেই আহত হয়। স্থানীয়রা দ্রুত নিলিমা রানীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায় এবং আহত কনস্টেবল ” আসিক”কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক উপস্থিত হয়ে জানান, উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে আপোষ-মীমাংসা হওয়ায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান , “নিলিমা রানী রাস্তার নিচের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের মোটরসাইকেলটির গতি বেশি ছিল, তাই সেটি নিলিমাকে ধাক্কা দিয়ে তার বুকের উপর দিয়ে চলে যায়।” ওসি সেলিম মালিক আরও জানান, ” সহকারী সুপার (বি সার্কেল) কার্য়ালয়ের কাজ শেষে ফেরার পথে কনস্টেবল আশিক এ দুর্ঘটনার শিকার হন। নিহতের পরিবার কোনো অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।”