লালমনিরহাট জেলা পরিষদ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৪৯ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয়। লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আদিতমারী উপজেলার নির্বাহী অফিসারসহ জেলার পাঁচটি উপজেলার নির্বাহী অফিসারগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ জাকিয়া সুলতানা এর প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা শুধু জিপিএ-৫ অর্জন করোনি, তোমরা তোমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরি লালমনিরহাট জেলার মুখ উজ্জ্বল করেছো। তোমাদের এই সাফল্য প্রমাণ করে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যেকোনো লক্ষ্য।