৯ই জুলাই (বুধবার) ৮টার সময় লালমনিরহাট সদর উপজেলার,কুড়িগ্রাম -রংপুর মহাসড়কের ফকিরেরতকেয়া বাজার-বড়বাড়ির মাঝখানে উচা ব্রিজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানগাড়ীর এক কলেজ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং ৪ কলেজ ছাত্রীকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় জনের কাছে জানা যায়, তিস্তা ও মুস্তফি এলাকার ৫ কলেজ ছাত্রী কুড়িগ্রাম কলেজে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে বাড়ীতে ফেরার পথে উক্তস্থানে রাস্তার পার্শে বালুর ভিটি থাকায় ভ্যন সাইট করতে গিয়ে আকস্মিক ভাবে ভ্যান উল্টে গেলে তিস্তা বাজার এলাকার রাজা মিয়ার মেয়ে রীমি খাতুন (২১) ট্রাকের চাকার নিচে পড়ে মাথা এবং বুক সহ পিষ্ট হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেদিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের লাশ আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের মাতম বিরাজ করছে।