বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তিকে সহজতর করার লক্ষ্যে লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে ১৯ মে সোমবার সকাল ১১টায় সদর উপজেলায় এবং বিকেল ৩টায় আদিতমারী উপজেলায় পৃথক প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার পৃথকভাবে কর্মশালাগুলোর সভাপতিত্ব ও সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে আরও সেশন পরিচালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ নূরনবী এবং আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের দুই উপজেলা সমন্বয়কারী ডলি রানী।
দুই উপজেলার ৮টি ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে ৪টি ব্যাচে বিভক্ত হয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, যা ২৫ মে শেষ হবে। এর আগে জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় একই প্রকল্পের আওতায় দুই উপজেলার ৮টি ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে ৪টি ব্যাচে বিভক্ত হয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ২৫ মে শেষ হবে। এর আগে জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় একই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।