গতকাল শুক্রবার গভীর রাতে জেলার আদিতমারী উপজেলার টেপা পলাশী গ্রামে নিজ বাড়ি হতে ১৯টি চোরাই মোবাইল সহ বাবু মিয়া (৪৫) কে কালীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আজ শনিবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। আটক বাবু মিয়া জেলার আদিতমারী উপজেলার টেপা পলাশি গ্রামের আকবর আলীর পুত্র। সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজারের রিতু টেলিকম মোবাইল ফোন বিক্রির ব্যবসায়ী প্রতিষ্ঠানটি কয়েক দিন আগে দুর্ধর্ষ চুরি হয়। দোকানে ২৩টির অধিক এ্যানড্রয়েট ফোন, কিছু বাটন ফোন ছিল। দোকানের ক্যাশবাক্সে ফোন বিক্রির নগদ অর্থ ছিল প্রায় চার লাখ টাকা। চোরচক্র সার্টার ভেঙ্গে সবকিছু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক রেজওয়ান বাবু অজ্ঞাতনামা আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সোর্স নিয়োগ করে গতকাল শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান করে। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১৮ টি বাটন ও ১টি এ্যানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক করা হয় বাবু মিয়া কে। সে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আটককৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।