লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে সোমবার সকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বদরপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকার ও সাবেক নেতা কামাল হুইচের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বাজার ইজারা ও চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে শহিদুল্যাহ মেলকারের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। প্রতিপক্ষও প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এ বিষয়ে সাবেক নেতা কামাল হুইচ অভিযোগ করেন, শহিদুল্যাহ মেলকারের লোকজন দীর্ঘদিন ধরে বাজারের খাজনা আদায়ে বাধা দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি।এদিকে শহিদুল্যাহ মেলকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ইজারাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে