নরসিংদী
গ্রেফতারকৃতরা হলো জেলার রায়পুরা উপজেলার বটতলি খামারপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শেখ ফরিদ(৩৫),দড়িবালুয়াকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে মোক্তার হোসেন(৪৪),চর আড়ালিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আল-আমিন(২৯),শিবপুব উপজেলার নৌকাঘাট গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে আবুল কাশেম(৪২),সদর উপজেলার চম্পকনগর গ্রামের নূরুল ইসলাম(২৯),বাকশালীপুরা গ্রামের মৃত আয়নাল মিয়ার ছেলে রাজিব(২২) ও পলাশ উপজেলার বাটপাড়া দিঘীরপার গ্রামের সাধন চন্দ্র সূত্রধরের ছেলে শিপন চন্দ্র সূত্রধর(৩৪)।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,গত ২৬ শে জানুয়ারী শুক্রবার রাতে জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দীন মেজুর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে বাড়ীর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী থেকে ১৯ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায়।পরে ২৮ জানুয়ারী মামলা হলে ডিবি পুলিশ অভিযানে নামে।পরে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন চন্দ্র সূত্রধর নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার,নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা,১৭.৫২ গ্রাম গলিত স্বর্ণ,একটি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।