ফেনী সদর উপজেলা ৯ নং লেমুয়া ইউনিয়ন কালিদাস পাহালিয়া নদীর উপর বেলী ব্রিজ।২০২৪ সালে ১২ই ফেব্রুয়ারী ব্রিজটি পাকা করনের বরাদ্দ দেওয়া হয়।ফেনী রামপুর চৌধুরী বাডির ঠিকাদার বাবুল চৌধুরী সাহেব কাজটি কোটি টাকায় পায়।ব্রিজের কাজটি পাওয়ার পর থেকে কাজের মান ভালো করতেছে না বিদায় এলাকার লোকজন কয়েক বার থাকে বলেছিল যে, কাজ ভালো ভাবে করার জন্য কিন্ত বাবুল চৌধুরী হঠাৎ করেই ৩ মাস আগে থেকে ব্রিজের কাজ বন্দকরে দেয়। লেমুয়ার গন্যমান্য ব্যক্তি বর্গ তার সাথে যোগাযোগ করে জানতে পারলো সে ব্রিজের কাজ করতে তালবাহানা করছে।এমত অবস্থায় লেময়ার ইউনিয়ন এর মধ্যম চাদপুর,দ: চাদপুর,উত্তর চাদপু,ধলিয়া,নবাবপুর,এর লোক জন এ ব্রিজের কারনে লেময়া বাজারে আসতে পারতেছে না।স্হানীয় প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে উচ্চপদস্থ কোন ইন্জিনিয়ার ও এ ব্যাপারে কাজ করতেছেনা।এ দিকে এ ব্রিজের উপর দিয়ে মমতাজ মিয়ার হাট, ধলিয়া ইউনিয়ন, নবাবপুর ইউনিয়ন হয়ে সোনাগাজী, সোনাপুর হয়ে মুহুরি প্রজেক্ট মানুষ যাতায়াত করে।এবং ফেনী শহরের আসা যাওয়া করেন। এমতাবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে,এবারের বর্ষার সময় মানুষের কষ্ঠের সিমা থাকবেনা।